জামালপুরে ‘রাজাকার’ পুত্রকে আওয়ামী লীগের মনোনয়ন

জেলা পরিষদ নির্বাচনে জামালপুরে রাজাকার পুত্রকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধারা।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2016, 01:57 PM
Updated : 26 Nov 2016, 04:32 PM

শনিবার বিকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ডেপুটি কমান্ডার সুজাউদ্দৌল্লা সুজা।

শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড থেকে জেলা পরিষদ নির্বাচনে জামালপুরে জাহিদ আনোয়ারকে সমর্থন দেওয়া হয়।

মুনতাসীর মামুনের মুক্তিযুদ্ধের ছিন্ন দলিল পত্র বইয়ে শান্তি কমিটির সদস্য হিসেবে কাজেম উদ্দিনের নাম রয়েছে দাবি করেছেন জামালপুরে সংবাদ সম্মেলনকারীরা।

জাহিদ আনোয়ার বর্তমানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

সংবাদ সম্মেলনে সুজাউদ্দৌল্লা বলেন, “জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  জাহিদ আনোয়ারের বাবা কাজেম উদ্দিন শান্তি কমিটি সদস্য ও চিহ্নিত রাজাকার। তিনি মুসলিম লীগ প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন।” 

‘রাজাকার’ পুত্রের মনোনয়ন বাতিল করে মুক্তিযুদ্ধের পক্ষের সক্রিয় যে কাউকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেওয়ার দাবি জানান তিনি।

এ নিয়ে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ আনোয়ারের সঙ্গে কথা বলতে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হায়দর আলী ও মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ। 

আগামী ২৮ ডিসেম্বর পার্বত্য তিন জেলা বাদে বাকি ৬১ জেলায় হবে জেলা পরিষদ নির্বাচন।