টাঙ্গাইলে যৌতুক দাবিতে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় যৌতুক না দেওয়ায় শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2016, 04:55 AM
Updated : 24 Nov 2016, 04:55 AM

নিহত জহুরা বেগম বাসাইল উপজেলার বাংড়া জোরবাড়ি গ্রামের মেহের আলীর স্ত্রী।

জহুরার মেয়ে মরিয়ম আক্তারের সঙ্গে সখীপুর উপজেলার নলুয়া দক্ষিণপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে হাসান সজীব ওরফে রাজিবের বিয়ে হয় আট মাস আগে।

বাসাইল থানার ওসি মো. নুরুল ইসলাম খান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, বিয়ের পর থেকেই মরিয়মের পরিবারকে যৌতুকের চাপ দেওয়া হচ্ছিল।

“মঙ্গলবার রাজিবের বাড়িতে দুই পক্ষে ঝগড়ার পর একপর্যায়ে রাজিব ও তার পরিবারের লোকজন মরিয়মের মা জহুরাকে পিটিয়ে আহত করে। তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

বিয়ের সময় দুই ভরি সোনার গয়না দেওয়ার পরও রাজিবের পরিবার দুই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল বলে পরিবারের বরাত দিয়ে জানান ওসি নুরুল।

লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার প্রমাণ পাওয়া গেলে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।