জমি পেল খুলনার শিশু রাকিবের পরিবার

খুলনায় নির্মম কায়দায় হত্যার শিকার শিশু রাকিব হাওলাদারের পরিবারকে ১৫ শতক জমি দিয়েছে প্রশাসন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2016, 03:20 PM
Updated : 23 Nov 2016, 04:18 PM

খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ বুধবার এ কথা জানিয়েছেন।

২০১৫ সালের ৩ অগাস্ট নগরীর টুটুপাড়া কবরখানা মোড়ের মোটরসাইকেলে হাওয়া দেওয়া কমপ্রেসার মেশিনের মাধ্যমে মলদ্বারে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয় রাকিব হাওলাদারকে (১২)।

এ ঘটনায় টুটপাড়ার শরীফ মটর্সের মালিক ওমর শরীফ, তার মা বিউটি বেগম এবং চাচা মিন্টু খানকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন রাকিবের বাবা নুর আলম হাওলাদার ওই তিনজনকে আসামি করে খুলনা সদর থানায় হত্যা মামলা করেন।

ওই বছরের ২৫ অগাস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা খুলনা সদর থানার এসআই কাজী মোস্তাক আহমেদ তিনজনকে আসামি করে খুলনা মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেন। এ মামলায় শরীফ-মিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিভাগীয় কমিশনার সামাদ বলেন, “শিশু রাকিবের পরিবারকে বাড়ি নির্মাণের জন্য জেলার বটিয়াঘাটা উপজেলার নিকটবর্তী দুই নম্বর রাজবাঁধ মৌজার এক নম্বর খাস খতিয়ানে এবং ৩৬৮৯ নম্বর দাগে ১৫ শতক জমি দেওয়া হয়েছে।”

শনিবার বিকালে রাকিবের বাবা নুর আলম ও মা শাহনাজ পারভীনের কাছে জমির দলিল হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুজ্জামান, ডেপুটি কালেক্টর মো. কামরুজ্জামান এবং বটিয়াঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তুষার কুমার পাল উপস্থিত ছিলেন।