খুলনায় অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের দণ্ড

অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে খুলনার একটি আদালত।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2016, 12:26 PM
Updated : 22 Nov 2016, 12:26 PM

মঙ্গলবার বিকালে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. আকতার হোসেন ওরফে মিলন (৩৬) পলাতক রয়েছেন। তিনি নগরীর রেলওয়ে লোকো কলোনির মো. আব্বাস আলী খানের ছেলে।

মামলার নথির বরাত দিয়ে এপিপি কামরুল ইসলাম জোয়ার্দ্দার জানান, ২০১৪ সালের ১৩ জানুয়ারি সকালে রেলওয়ে লোকো কলোনিতে মিলনের বাসায় অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযান টের পেয়ে মিলন পালিয়ে যায়।

“পরে তার ঘর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।”

এ ঘটনায় ওই দিন মাদক দ্রব্র নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজ্জামেল হক বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। একই বছরের ৩০ মার্চ আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপ-পরিদর্শক অনুকূল চন্দ্র ঘোষ।

ফেনসিডিল উদ্ধারের মামলাটি বিচারাধীন রয়েছে বলে জানান এপিপি কামরুল।