ঝালকাঠিতে বোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি

ঝালকাঠি শহরে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় ঘটেছে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2016, 02:24 PM
Updated : 21 Nov 2016, 04:00 PM

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ডাক্তারপট্টিতে এ ঘটনা ঘটে বলে পুলিশ সুপার জোবায়েদুর রহমান জানান।

এ ঘটনায় এক যুবক সামান্য আহত হয়েছেন। তবে তার নাম জানাতে পারেনি পুলিশ।

এসপি জোবায়েদুর বলেন, “মোটরসাইকেলে আসা একদল যুবক ডাক্তারপট্টির ‘মুসলিম গিনি হাউজের’ ফটকে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে দোকানে থাকা লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।”

রাত ৮টার দিকে শহরের গাবখান এলাকা থেকে দুটি মোটরসাইকেল এবং কিছু স্বর্ণালংকারসহ চারজনকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন- তাদের কাছ থেকে প্রায় ৩৫ ভরি স্বর্ণালংকার, দুটি ধারাল অস্ত্র ও চারটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

একশত ভরির বেশি স্বর্ণালংকার লুট হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক শাহজাহান হাওলাদার।