পা দিয়ে সমাপনী পরীক্ষা

নাটোরের সিংড়ায় পা দিয়ে সমাপনী পরীক্ষা দিচ্ছে এক রাসেল মৃধা (১২) নামে এক শিক্ষার্থী।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2016, 04:27 PM
Updated : 20 Nov 2016, 04:27 PM

রাসেল নাটোরের সিংড়া পৌরসভার শোলাকুড়া গ্রামের আব্দুর রহিম মৃধার ছেলে। তার বাবা পেশায় একজন কৃষক।

জন্ম থেকে দুই হাত ও বাম পা নেই রাসেলের। শুধুমাত্র ডান পা নিয়ে শহরের দমদমা সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে ইবতেদায়ী প্রাথমিক শিক্ষা সমাপনী বসে সে।  

রোববার আব্দুর রহিম মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার দুই ছেলের মধ্যে বড় রাসেল। জন্ম থেকে দুই হাত ও বাম পা নেই তার। তার খাওয়া-পরাসহ সব কাজে সাহায্য করেন আমার স্ত্রী।

“ছেলের ইচ্ছা ও স্থানীয় শিক্ষিকা রউফুন্নেছা সহযোগিতায় রাসেলকে ব্র্যাক স্কুলে ভর্তি করা হয়েছিল। সেখানে মূলত পা দিয়ে লেখা শিখে সে। পরে ভর্তি করানো হয় শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায়।সেখান থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী দিচ্ছে।”

রাসেলের সেই শিক্ষিকা রউফুন্নেছা জানান, শিশু অবস্থা থেকেই রাসেলের পড়ালেখার অদম্য ইচ্ছা ছিল। এ কারণে তাকে লেখাপড়া চালিয়ে যাওয়ার কৌশল হিসাবে পা দিয়ে লেখার অভ্যাস করানো হয়।

“আজ সে সমাপনী পরীক্ষা দিচ্ছে, তার জন্য আমি গর্বিত।”