মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ২

ঝালকাঠির রাজাপুরে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম খানকে পিটিয়ে হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2016, 10:32 AM
Updated : 19 Nov 2016, 10:32 AM
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের মজিদ মুন্সি ওরফে কালা মিয়ার ছেলে ফারুক মুন্সি (৪২) ও তারাবুনিয়া গ্রামের গড়াইয়া এলাকার আনিস মোল্লার ছেলে মোতালেব মোল্লা (৪৫)।

শনিবার সকালে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা হত্যায় সন্দেহেভাজন হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিকালে রিমান্ডের আবেদন করে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হবে।

গত ১৪ নভেম্বর পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুস সালাম খানকে রাজাপুরের তারাবুনিয়া গ্রামের বকুলতলা এলাকায় পিটিয়ে আহত করা হয়। পর দিন সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

ওই দিন রাতে তার ছেলে শামসুল আলম খান বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু হাওলাদার ও শাহ আলমসহ  আট জনের নাম উল্লেখ ও আরও ৩/৪ জনকে আসামি করে রাজাপুর থানায় হত্যা মামলা করেন।