শ্রীমঙ্গলে ‘সাংবাদিকতার সহজ পাঠ’ কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘সাংবাদিকতার সহজ পাঠ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2016, 09:51 AM
Updated : 18 Nov 2016, 09:52 AM
জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করে শ্রীমঙ্গল নিউজ কর্নার ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম হ্যালো।

শ্রীমঙ্গলের একটি রেস্টুরেন্টে শুক্রবার শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু এ কর্মশালার উদ্বোধন করেন।

কর্মশালায় সাংবাদিকতার প্রাথমিক জ্ঞান, ভাষারীতি, বানান, প্রতিবেদন ও ভিডিও সংবাদ, শিশু অধিকার, শিশু সাংবাদিকতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ‘হ্যালো’ ও ‘প্রিজম’ নিয়ে আলোচনা হয়। 

এতে আট শিশু সাংবাদিকসহ সাংবাদিকতায় নতুন আসা আরও ৩০ জন সাংবাদিক অংশ নেন।

জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংবাদিকতায় নতুন প্রজন্মকে উৎসাহ দিতে এবং যারা সাংবাদিকতায় নতুন এসেছেন তাদের মান উন্নয়নে এ কর্মশালার আয়োজন করা হয়।

বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর মীর এম এ সালাম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সুজিত বৈদ্য, অধ্যাপক অবিনাশ আচার্য্য ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তমাল ফেরদৌস দুলাল।

কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম হ্যালো’র সমন্বয়ক নুরুন নাহার মাওলা, অধ্যাপক অবিনাশ আচার্য্য, সাংবাদিক ইসমাইল মাহমুদ, তমাল ফেরদৌস দুলাল, সরওয়ার আহমদ ও বিকুল চক্রবর্তী।