লক্ষ্মীপুরে শিশু হত্যায় ৩ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে সরকারি শিশু পরিবারের এক সদস্যকে হত্যায় এক নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2016, 12:36 PM
Updated : 16 Nov 2016, 12:36 PM

বুধবার জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন শিশু পরিবারের আয়া হামিদা বেগম, কম্পিউটার অপারেটর খায়রুল বাশার ও শিক্ষক সাইফুর রহমান।

রায়ে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবি (পিপি) জসীম উদ্দিন জানান।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালের ২৮ জুন লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবার থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্র মো. মামুন (৭) নিখোঁজ হয়।

নিখোঁজের তিন দিন পর শিশু পরিবার সংলগ্ন সাহাপুরের একটি পুকুর পাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশু মামুনের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশু পরিবারের উপ-তত্ত্ববধায়ক মো. আব্দুল আজিজ মাহবুব সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিহত মামুন চাঁদপুরের মধ্য ইছুলীর নতুন বাজার এলাকার বাসিন্দা প্রয়াত আকতার মিয়ার ছেলে।

পিপি জসীম বলেন, এ মামলায় শিশু পরিবারের প্রহরী বাবুল হোসেনকে আদালত খালাস দিয়েছে।

এছাড়া তথ্য গোপনের অভিযোগে হামিদা বেগম, খায়রুল বাশারকে আরও সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।