চেক জালিয়াতি: রাঙামাটিতে রূপালী ব্যাংকের ব্যবস্থাপক গ্রেপ্তার

রাঙামাটিতে চেক জালিয়াতি মামলায় রূপালী ব্যাংকের তবলছড়ি শাখার ব্যবস্থাপক রুমা বড়ুয়াকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2016, 08:48 AM
Updated : 16 Nov 2016, 09:46 AM

ব্যাংকের তবলছড়ি শাখা কার্যালয় থেকে বুধবার বেলা ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কমিশনের রাঙামাটির পরিদর্শক নিজামুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে রাঙামাটি পাবলিক কলেজের একটি ভবন নির্মাণকাজে নিযুক্ত হয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাইশা ট্রেডার্স। কিন্তু ব্যাংকে প্রতিষ্ঠানটির টাকা নেই।

“প্রতিষ্ঠানের মালিক মুজিবুর রহমান মুজিব ও ব্যাংকের ব্যবস্থাপক রুমা বড়ুয়া যোগসাজশে সিকিউরিটি মানি বাবদ ৪১ লাখ টাকার ভুয়া চেক প্রদান করেন।”

বিষয়টি তদন্তের পর কোতোয়ালি থানায় দুইজনের নামে মামলা হয় বলে জানান পরিদর্শক নিজামুর রহমান।

তিনি বলেন, পুলিশ রুমা বড়ুয়াকে গ্রেপ্তার করে রাঙামাটির মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে। বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অপর আসামি মুজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পরিদর্শক নিজামুর রহমান।