রাসলীলায় জমে উঠেছে মনিপুরী পাড়া

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হয়েছে মনিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান রাসলীলা উৎসব।

বিকুল চক্রবর্তী মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2016, 03:27 PM
Updated : 14 Nov 2016, 03:28 PM

সোমবার দুপুরে শুরু হওয়া উৎসবে সামিল হতে হাজার হাজার দর্শনার্থী ভিড় করেছে মাধবপুর ও আদমপুরের মনিপুরী পাড়ায়।

প্রতি বছর কার্তিকের পূর্ণিমা তিথিতে তারা এ উৎসবের আয়োজন করেন বলে জানান মাধবপুর জোড়া মণ্ডপ রাস উৎসব উদযাপন পরিষদের সভাপতি প্রকৌশলী যুগেশ্বর চ্যাটার্জি।

মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপ ছাড়াও আদমপুর সোনা ঠাকুর মণ্ডপে রাধা- কৃষ্ণের পূজা-অর্চনার মধ্য দিয়ে রাসলীলা উৎসব শুরু হয়েছে বলে রাস উৎসবের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ জানান।

তিনি বলেন, দুপুরে মণ্ডপ প্রাঙ্গণে কৃষ্ণের বাল্যলীলা অনুসরণে শুরু হয় গোষ্ঠলীলা ও রাখাল নৃত্য।

“এ সময় বিশেষ পোশাকে সজ্জিত হয়ে দুই শতাধিক মনিপুরী বালক নৃত্যে অংশ নেয়। কয়েক ধাপে রাখাল নৃত্য চলে গোধূলী লগ্ন পর্যন্ত। সন্ধ্যায় শুরু হয় মনিপুরীদের ঐতিহ্যবাহী নৃত্য আর গান।”

যুগেশ্বর চ্যাটার্জ্জি বলেন, মনিপুরী নৃত্যের ধ্রুপদী ভঙ্গিমায় রাধাকৃষ্ণের প্রেম কাহিনীর সারতত্ত্ব নিয়ে গোপীনৃত্য বা রাসনৃত্য চলবে সারা রাত। মঙ্গলবার সূর্যোদয়ের পর শেষ হবে অনুষ্ঠান।

মাধবপুর ও আদমপুর ইউনিয়নের মনিপুরী অধ্যুষিত ১৮ গ্রামের মানুষ ছাড়াও বিভিন্ন ধর্ম-বর্ণের কয়েক হাজার দর্শনার্থী ভিড় করেছে রাসলীলা উৎসবে।

মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাধাকৃষ্ণের প্রণয়োপখ্যানের এ রাসলীলা উপভোগ করতে সারাদেশ থেকে ছুটে আসেন হাজারও মানুষ।

সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর যোগ দেবেন বলেও জানান তিনি।

এদিকে এ উৎসবকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল জানিয়েছে।