পরীক্ষায় নকলে সহায়তা করে শিক্ষক কারাগারে

শেরপুর সদর উপজেলায় পরীক্ষায় নকলে সহায়তা করায় এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2016, 01:52 PM
Updated : 13 Nov 2016, 01:53 PM

রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুকতাদিরুল আহমেদ রায় দেন।

দণ্ডিত ইমান হোসেন (৩০) মুকছেদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কুসুমহাটি কৃষ্ণপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে। 

সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, মুকছেদপুর উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষায় শিক্ষকরা পরীক্ষার্থীদের সহায়তা করছেন এ খবরে অভিযান চালায় সহকারী কমিশনার মুকতাদিরুল।

“এ সময় ওই কেন্দ্রের সব শিক্ষকের মোবাইল ফোন চেক করেন তিনি। এক পর্যায়ে ইমান হোসেনের কাছে প্রশ্ন পাওয়া যায়। এ সময় তিনি দোষ স্বীকার নেন।”

রায়ে ওই শিক্ষককে একই সঙ্গে দেওয়া ২০০ টাকা জরিমানা তিনি আদায় করেছেন জানিয়ে ওসি নজরুল বলেন, বিকালে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।