অস্ত্র ও সামরিক পোশাকসহ ইউপিডিএফের ৬ নেতাকর্মী আটক

খাগড়াছড়িতে অস্ত্র ও সামরিক পোশাকসহ ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2016, 11:29 AM
Updated : 13 Nov 2016, 01:40 PM

রোববার দুপুরে জেলা সদরের পেরাছড়া এলাকার হেডম্যান পাড়ায় অভিযান চালিয়ে যৌথবাহিনী তাদের আটক করে বলে জানান সদর থানার ওসি তারেক মো. আব্দুল হান্নান।

আটককৃতরা হলেন, ইউপিডিএফের আঞ্চলিক সমন্বয়ক উজ্জ্বল স্মৃতি চাকমা, সুমেন চাকমা, সন্দীপন চাকমা, বাবলু মারমা, রুপম চাকমা ও রনি ত্রিপুরা।

উজ্জ্বল চাকমা ২০০৮ সালের সংসদ নির্বাচনে  ইউপিডিএফের প্রার্থী ছিলেন বলে জানিয়েছেন সংগঠনের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা।

অভিযানে একটি টু টু বোর রাইফেল, পিস্তল, দেশি বন্দুক, পাইপগান,  বিপুল পরিমাণ সামরিক পোশাক, ধারালো অস্ত্র ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, ইউপিডিএফের সামরিক শাখার বৈঠক হচ্ছে এমন গোপন খবরে পেরাছড়া গ্রামে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযান টের পেয়ে পালিয়ে গেলেও আঞ্চলিক সমন্বয়ক উজ্জল স্মৃতি চাকমাসহ ছয়জনকে আটক করা হয়।

এদিকে ছয় নেতাকর্মীকে আটকে নিন্দা জানিয়েছে ইউপিডিএফ।

রোববার সন্ধ্যায় সংগঠনের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানানো হয়েছে।