রাঙামাটিতে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

রাঙামাটিতে বৌদ্ধ মন্দির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর শেষ হয়েছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2016, 05:14 PM
Updated : 11 Nov 2016, 05:14 PM

শুক্রবার রাজবন বিহারের নতুন মাঠে আগত পুণ্যার্থীদের উদ্দেশ্য ধর্ম দেশনা প্রদান করেন রাঙামাটি বিহারের ভিক্ষু-সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।

অনু্ঠানে বক্তব্যে রাখেন রাঙামাটি চাকমা সার্কেল প্রধান ব্যারিস্টার দেবাশীষ রায়, বিহার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান প্রমুখ।

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা উপস্থিত ছিলেন।

৪৩তম এ চীবর দানোৎসবে এবারও তিন পার্বত্য জেলা থেকে অসংখ্য বৌদ্ধ পুণ্যার্থীর সমাগম ঘটেছে।

প্রায় আড়াই হাজার বছর আগে ‘ভগবান’ গৌতম বুদ্ধের জীবব্দশায় ২৪ ঘণ্টার মধ্যে সুতা কাটা থেকে কাপড় বুনন, সেলাই ও রং করাসহ যাবতীয় কাজ শেষে বৌদ্ধ ভিক্ষুদের তা দান করার কঠিন চীবর দান অনুষ্ঠান প্রবর্তন করেন মহাপূর্ণবতী বিশাখা।