ঘুষের মামলায় পটুয়াখালীতে ভূমি জরিপকারীর ৬ বছর কারাদণ্ড

ঘুষ নেওয়ার মামলায় পটুয়াখালীতে এক ভূমি জরিপকারীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2016, 02:17 PM
Updated : 7 Nov 2016, 02:17 PM

সোমবার বিকালে পটুয়াখালীর বিশেষ জজ (জেলা জজ) আদালতের বিচারক বাসুদেব রায় আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুস সালাম সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার।

একইসঙ্গে আদালত তাকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে।

মামলার বরাত দিয়ে পিপি গাজী নেছার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার শ্রীরামপুর বাজারের চান্দিনা ভিটি (দোকানঘর) বরাদ্দ দেওয়ার জন্য বাজার কমিটির সভাপতি ইউনূস বাদশার কাছ থেকে ১০ হাজার ৫০০ টাকা ঘুষ নেন সার্ভেয়ার আব্দুস সালাম।

“পরে তিনি ভিটি বরাদ্দ দিতে ইউনূসের কাছে আরও ৪০ হাজার টাকা দাবি করেন। এ ব্যাপারে  ইউনূসের লিখিত অভিযোগে ২০০৮ সালের ২৯ অক্টোবর পটুয়াখালী দুর্নীতি দমন কমিশন ১৮ হাজার ৭০০ টাকাসহ আব্দুস সালামকে গ্রেপ্তার করে।”

তদন্ত শেষে ২০০৯ সালে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।