বৃষ্টিতে ভোলায় ১৩ হাজার হেক্টর আমন নষ্ট

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে ভোলায় ১৩ হাজার হেক্টর জমির আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে; দুশ্চিন্তায় পড়েছে কয়েক হাজার কৃষক।

আহাদ চৌধুরী তুহিন ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2016, 10:06 AM
Updated : 7 Nov 2016, 10:50 AM

ধানগাছগুলো শুক্র ও শনিবারের দমকা হাওয়া আর ভারী বৃষ্টির কারণে হেলে পড়ায় পানিতে মিশে পচে যাচ্ছে।

সরজমিনে দেখা গেছে, সদর উপজেলার ভেদুরিয়া, ভেলুমিয়া, ইলিশা, কাচিয়া, ধনিয়া, আলীনগরের প্রায় সব ধানগাছ পানির ওপর হেলে পড়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা জানান, এ বছর এ জেলায় ১ লাখ ৮৩ হাজার ৬৫০ হেক্টর জমিতে আমন চাষ হয়।

“এর মধ্যে প্রায় ১৩ হাজার ৩৪০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।”

সদর উপজেলার ভেদুরিয়ার কৃষক রুস্তুম আলী জমাদ্দার বলেন, তার দুই কানি জমিতে ৮০ মণ ধান হওয়ার সম্ভাবনা ছিল।

“দুই দিনের দমকা বাতাস আর বৃষ্টিতে ৯০ শতাংশ ধানগাছ পড়ে গেছে। এখন ১০ মণ ধান পাব কিনা সন্দেহ।”

ভেদুরিয়া এলাকার মাঝিরহাটের কৃষক মনির হোসেন বলেন, তিনি এক কানি জমিতে আমন চাষ করেছিলেন। বাতাসে সব গাছ হেলে পড়ায় সেখানে ফলনের কোনো সম্ভাবনা নেই।

ভেলুমিয়া ইউনিয়নের কৃষক আলাউদ্দিন, আবুল কাশেস, সৈয়দ মাস্টারসহ অনেকেই একই সমস্যার কারণে তাদের দুশ্চিন্তার কথা জানান।

কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, ক্ষতি পুষিয়ে ওঠার জন্য কৃষকদের পরবর্তী রবি কিংবা বোরো মৌসুমের ওপর জোর দেওয়ার পরামর্শ দেওয়া হবে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিক অনুদান ও সুদমুক্ত ঋণ আশা করছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।