পরীক্ষামূলক উৎপাদনে জামালপুর পাওয়ার প্লান্ট

নির্মাণ কাজ শেষে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে জামালপুর ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2016, 01:21 PM
Updated : 6 Nov 2016, 01:21 PM

রোববার থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ করা হচ্ছে বলে জানান প্লান্ট ম্যানেজার আলতাফ হোসেন জোয়ারদার।

আগামী ১৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

জামালপুর-শেরপুর বাইপাস সড়কের পাশে শাহপুর (বন্ধেরবাড়ী) এলাকায় ৭ একর জমিতে ‘পাওয়ার প্যাক ১০০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট জামালপুর’ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে নির্মাণ কাজ শুরু হয় ২০১৩ সালের ১০ অক্টোবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণ কাজ উদ্বোধন করেন।

অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে এইচএফও ফার্নেস ওয়েল অর্থাৎ হেভি ফুয়েল ওয়েল জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে বলে জানান আলতাফ হোসেন।

তিনি বলেন, ব্যবসায়িক ভিত্তিতে উৎপাদন শুরু হলে জামালপুরের স্থানীয় বিদ্যুতের চাহিদা পূরণ হবে। স্থানীয় চাহিদা পূরণ করে উৎপাদিত বিদ্যুৎ শেরপুর ও ময়মনসিংহ জেলায় সরবরাহ করা হবে।

স্থানীয় চাহিদা পূরণের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হবে এবং উৎপাদিত বিদ্যুৎ ‘ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসার-আইপিপি’ এর মাধ্যমে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।