হবিগঞ্জে সংঘর্ষে সাবেক সেনা সদস্য নিহত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় গাছ কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2016, 10:38 AM
Updated : 4 Nov 2016, 10:38 AM

শুক্রবার সকালে মহিষদুলং গ্রামে এ সংঘর্ষ হয় বলে বাহুবল মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান।

নিহত মোজম্মিল মিয়া (৬০) সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার এবং ওই গ্রামের বাসিন্দা ছিলেন। 

আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার একটি গাছ কাটাকে কেন্দ্র করে স্থানীয় চৌধুরী বাড়ির লোকজনের সঙ্গে মোজাম্মিল মিয়ার বাড়ির সদস্যদের বিরোধ চলে আসছিল।

“সকালে মোজাম্মেল মিয়া গাছ কাটতে গেলে চৌধুরী বাড়ির লোকজন তাকে বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

ওসি বলেন, সংঘর্ষে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মোজাম্মেলের শারীরিক অবস্থার অবনতি ঘটে।

“সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।”

এ ঘটনার পর চৌধুরী বাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তবে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।