নীলফামারীতে বিজিবির হাতে আট্ক ৬

নীলফামারীর ডোমারে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় ছয় ‘চোরাকারবারীকে’ আটক করেছে বিজিবি।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2016, 12:37 PM
Updated : 3 Nov 2016, 12:37 PM

বিজিবি ৫৬ ব্যাটালিয়ানের ডোমার কেতকীবাড়ি নামাজিপাড়া ক্যাম্পের নায়েক সুবেদার মহেন্দ্র নাথ রায় জানান, বৃহস্পতিবার গোলাবাড়ী সীমান্তের ৭৮৬ প্রধান সীমান্ত কাছ থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন, ডোমারের নিজ ভোগডাবুড়ি প্রধানপাড়া রেজোয়ানুজ্জামান প্রধান চম্পক (২৫), কেতকীবাড়ি নামাজিপাড়া গ্রামের আনোয়ারুল ইসলাম (৪০), চান্দখানা গ্রামের জুয়েল (৩০), আজাদুল ইসলাম (৪০), রফিকুল ইসলাম (৩৯) ও সোনারায় গ্রামের মামুদ বাবু (৩০)।

নায়েক সুবেদার মহেন্দ্র বলেন, “ভোর ৪টার দিকে গোলাবাড়ী সীমান্তের ৭৮৬ প্রধান সীমান্ত পিলারের দুই নম্বর সাব পিলার দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল চোরাকারবারীরা।

“এ সময় বিজিবি জোয়ানরা ধাওয়া দিয়ে ওই ছয় জনকে আটক করে এবং নগদ এক হাজার ৯৫৮টাকা ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়।”

আটকদের বিরুদ্ধে মামলার পর ডোমার থানা পুলিশে দেওয়া হয়েছে বলে জানান মহেন্দ্র।