মেয়েকে ‘উত্ত্যক্তের প্রতিবাদ করায়’ বাবাকে খুনের অভিযোগ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায়’ এক দর্জিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2016, 08:57 AM
Updated : 3 Nov 2016, 09:29 AM

হরিরামপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে হরিরামপুরের মাচাইন গ্রাম থেকে পুলিশ বিল্লাল হোসেন নামে ৪২ বছর বয়সী ওই ব‌্যক্তির লাশ উদ্ধার করে।

নিহত বিল্লাল শিবালয় উপজেলার কাক্কোল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। মাচাইন গ্রামে তার একটি পোশাক তৈরির দোকান রয়েছে। 

নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি নজরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে বিল্লালের বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন আশপাশের এলাকায় খোঁজ- খবর শুরু করে।

রাত ১টার দিকে স্থানীয়রা মাচাইন গ্রামে খালের পাড়ে বিল্লালের রক্তাক্ত লাশ দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে তাদের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বিল্লালের ভাই জালাল হোসেন বলেন, স্থানীয় সুমন মোল্লা (২৪) নামে এক যুবক তার ভাতিজিকে স্কুলে যাতায়াতের পথে প্রায়ই উত্যক্ত করত। তার ভাতিজি বিষয়টি বাড়ির লোকজনকে জানালে বিল্লাল এক সপ্তাহ আগে সুমনের পরিবারের কাছে অভিযোগ করে।

এতে ক্ষিপ্ত হয়ে সুমনই ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে বিল্লালকে হত্যা করে বলে জালালের অভিযোগ।

সুমন শিবালয় উপজেলার খানপুর গ্রামের এখলাছ মোল্লার ছেলে। ঘটনার পর থেকে ওই পরিবারের সবাই পলাতক বলে ওসি নজরুল ইসলাম জানান।