মুচলেকা দিয়ে ছাড়া পেয়ে কিশোরীকে ‘অপহরণ’

উত্ত্যক্ত করে আটক হওয়ার পর মুচলেকা দিয়ে ছাড়া পেয়ে এক ‘বখাটে’ এবার কিশোরীকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2016, 05:56 AM
Updated : 3 Nov 2016, 05:56 AM

গোপালপুর উপজেলার সোহাইল গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে মিজানুর রহমানের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন কিশোরীর বাবা।

গোপালপুর থানার এসআই হাসান জামিল খান বলেন, গত ৩১ অক্টোবর কিশোরীকে অপহরণের অভিযোগ এনে তার বাবা সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ কিশোরীকে উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

কিশোরীর বাবা বুধবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার ১৪ বছর বয়সী মেয়ে স্কুলে আসা-যাওয়ার পথে মিজান তাকে উত্ত্যক্ত করতেন।

“এ ঘটনায় গত ১৬ অক্টোবর গোপালপুর থানার এসআই হাসান জামিল তাকে গ্রেপ্তার করেন। পরে মিজানের বাবা মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেন। এরপর মিজান আরও বেপরোয়া হয়। গত ৩১ অক্টোবর সে আমার মেয়েকে স্কুলে যাওয়ার পথে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।”

ঘটনার পরদিন তিনি গোপালপুর থানায় মিজানসহ সাতজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন বলে জানান।

মেয়েকে উদ্ধারের জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।