রাঙামাটির ভবনটি অনুমোদিত নকশায় হয়নি: তদন্ত

অনুমোদিত নকশা ছাড়া নির্মাণের কারণে একমাস আগে রাঙামাটির দ্বিতল ভবনটি ধসে পড়েছিল বলে তদন্তে উঠে এসেছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2016, 04:36 PM
Updated : 2 Nov 2016, 04:36 PM

বুধবার বিকালে নিজ কার্যালয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশকালে রাঙামাটির জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান একথা জানান।

গত ৪ অক্টোবর রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে সরকারি মহিলা কলেজ এলাকায় একটি দ্বিতল ভবন ধসে পড়লে পাঁচ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে তিনজন শিশু ছিল।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন প্রতিবেদন জেলা প্রশাসকের হাতে তুলে দেন।

প্রতিবেদনে বলা হয়েছে, পানির কিছু উপরে ঢালু জায়গায় ভরাট করা মাটিতে দ্বিতল ভবন নির্মাণরে ফলে ভরাট করা মাটি ভিজে নরম হয়ে যায়। ফলে মাটি ভার বহনের ক্ষমতা হারিয়ে ফেলে। 

এছাড়া ঢালু জায়গা হওয়ার কারণে নরম মাটি সরে গিয়ে ভবনটির একপাশে ফাঁকা জায়গার সৃষ্টি হয়। এ কারণে ভবনটি ধসে পড়ে ও পানিতে ডুবে যায়।

গত ৪ অক্টোবরের ওই ঘটনায় বাড়িটির মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।