বান্দরবানে দুই ‘অপহরণকারীকে’ পিটিয়ে হত‌্যা

বান্দরবানের লামায় চার শ্রমিককে অপহরণের অভিযোগ ওঠার পর গ্রামবাসীর পিটুনিতে সন্দেহভাজন দুই অপহরণকারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2016, 12:33 PM
Updated : 2 Nov 2016, 12:34 PM

লামা থানার লামা থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নে অপহরণের কয়েক ঘণ্টা পর গভীর রাতে গণপিটুনির ঘটনা ঘটে।  

নিহতদের পরিচয় জানাতে না পারলেও  অপহৃত ওই শ্রমিকদের পরিচয় জানিয়েছে পুলিশ।

এরা হলেন মনু আলম (৬০), জাবের আহামদ (৫৫), কালা পুতু (৪০) ও  জহির আহামদ (৩৫)।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহরণ ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে অপহৃত ওই চার জনের চিৎকার শুনে তাদের উদ্ধারে স্থানীয়রা এগিয়ে গেলে অপহরণকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। 

“পরে রাত ১টা দিকে এলাকাবাসী জড়ো হয়ে অপহরণকারী চক্রের দুইজনকে আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ গিয়ে অপহৃত সবাইকে উদ্ধার করতে পারলেও অপহরণকারী চক্রের বাকিরা পালিয়ে যায় বলে জাকের জানান।

পরিদর্শক ইকবাল জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের বাড়ি কক্সবাজারের ঈদগাঁও এলাকায় বলে ধারণা করা হচ্ছে।