কিশোরগঞ্জে ট্রাক্টর উল্টে জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জে করিমগঞ্জ উপজেলায় জেএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রাক্টর উল্টে এক কিশোরের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2016, 11:36 AM
Updated : 2 Nov 2016, 11:36 AM

বুধবার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ-চামটা বন্দর সড়কের নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে করিমগঞ্জ থানার ওসি মো. জাকির রব্বানী জানান।

নিহত আশিকুর রহমান রানা (১৪) করিমগঞ্জের নিয়ামতপুর ইউনিয়নের রৌহা গ্রামের কৃষক আফতাব উদ্দিনের ছেলে এবং নিয়ামতপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি রব্বানী বলেন, জেএসসির দ্বিতীয় পরীক্ষায় অংশ নিতে রৌহা থেকে ইটবোঝাই একটি ট্রাক্টরে করে করিমগঞ্জ মহাবিদ্যালয় কেন্দ্রের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি উল্টে গেলে রানা গুরতর আহত হন।

“রানাকে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।  সেখানে অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

বেপরোয়া গতিতে চালানোর কারণে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি উল্টে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে বলে ওসি জানান।