শরীয়তপুরে ১ ইউপিতে আ. লীগ, ৪টিতে বিদ্রোহী

ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরীয়তপুরে পাঁচটির মধ্যে একটিতে আওয়ামী লীগ ও চারটিতে দলটির বিদ্রোহীরা জয়ী হয়েছেন।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2016, 02:23 PM
Updated : 31 Oct 2016, 02:23 PM

সোমবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা শেখ জালাল উদ্দিন এ তথ্য জানান।

সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত চার উপজেলার পাঁচ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী নাসির উদ্দিন স্বপন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ প্রাথী আবুল বাশার মুন্সি।

একই উপজেলার আলাউলপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ওসমান বেপারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আমাজাদ হোসেন বেপারী।

ভেদরগঞ্জ উপজেলার ছয়গাও ইউনিয়নে আওয়ামী লীগের মীর মামুন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দলের বিদ্রোহী প্রার্থী লিটন মোল্যা।

নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী বাবুল মোল্যা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের দেলোয়ার হোসেন তালুকদার।

শরীয়তপুর সদরের মাহমুদপুর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী মো. শাহজাহান ঢালি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মো. শাহ আলম।