ভূমি বিরোধ নিষ্পত্তি আইন: খাগড়াছড়িতে অবরোধ চলছে

পার্বত‌্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী ও কমিশনের বৈঠক বাতিলের দাবিতে পাহাড়ে বসবাসরত বাঙালিদের পাঁচ সংগঠনের ডাকে খাগড়াছড়িতে চলছে সড়ক অবরোধ।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2016, 08:56 AM
Updated : 30 Oct 2016, 08:56 AM

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাসুম জানান, রোববার সকালে খাগড়াছড়ি শহর থেকে দূর-পাল্লার কোনো বাহন ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।

রাঙামাটিতে ভূমি কমিশনের বৈঠক বাতিলের দাবিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণ পরিষদ এবং পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ এ অবরোধ করছে।

মাসুম বলেন, অবরোধ কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২টার দিকে শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নেতাকর্মীরা। সেখানে তারা ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবি জানিয়েছেন।

অবরোধের সমর্থনে বিভিন্ন এলাকায় পিকেটিং হলেও বড় ধরনের কোনো গোলযোগ ঘটেনি বলে খাগড়াছড়ির পুলিশ সুপার মজিদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। 

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গত ৬ অক্টোবর জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম ভূমি-বিরোধ নিষ্পত্তি কমিশন আইন (সংশোধন) পাস হওয়ার পর থেকেই এর বিরোধিতায় আন্দোলন করে আসছে পাহাড়ের বাঙালি সংগঠনগুলো।

সংশোধিত আইনে কমিশন চেয়ারম্যানের একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খর্ব হওয়ায় বাঙালিদের এই সংগঠনগুলোর আপত্তি।