২০১৯ সালেই নির্বাচন: নাসিম

২০১৯ সালে নির্দিষ্ট সময়েই সংসদ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2016, 02:37 PM
Updated : 29 Oct 2016, 02:37 PM

শনিবার সুনামগঞ্জে এক জনসভায় তিনি বলেন, কমিশন নির্বাচন পরিচালনা করবে, সরকার কোনো নির্বাচন পরিচালনা করবে না।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, “রায় যা হোক আওয়ামী লীগ মেনে নেবে। নির্বাচন হবে সম্পুর্ণ নিরেপক্ষ, স্বাধীন। যদি সাহস থাকে তাহলে নির্বাচনে আসুন।”

নির্বাচন ছাড়া জ্বালাও পোড়াও করবেন, মানুষকে হত্যা করবেন তা মেনে নেওয়া হবে না, বলেন তিনি।

“নির্বাচন হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না । ২০১৯ সালের এক দিন আগেও নির্বাচন হবে না।”

বিকালে দিরাই ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়। 

দিরাই শহরের খেলার মাঠে আয়োজিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিতস সেনগুপ্ত, শামছুন নাহার বেগম, সিভিল সার্জন আব্দুল হাকিম প্রমুখ। সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন।