কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে ২ ‘ডাকাত’ নিহত

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ডাকাতির সময় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘ডাকাত’ ‍নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2016, 07:36 PM
Updated : 29 Oct 2016, 08:30 AM

শুক্রবার গভীর রাতে মিরপুর-ভেড়ামারা জিকে ক্যানাল সড়কের গোবিন্দগুনিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধ হয় বলে মিরপুর থানার ওসি কাজী জালালউদ্দিন জানান।

নিহতরা হলেন সদর উপজেলার কুমারগাড়া এলাকার শহিদুলের ছেলে জয়নাল (৩০) ও দৌলতপুরের সেনপাড়া গ্রামের জামাত মণ্ডলের ছেলে আসাদুল (৪০)।

শনিবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাদের ময়নাতদন্ত করা হয়েছে।

হয়েছে।

বিডিনিউজ টায়েন্টিফোর ডটকমকে ওসি জালাল বলেন, “রাত ১২টার দিকে খবর আসে যে, গোবিন্দগুনিয়া এলাকায় একদল ডাকাত গাছের গুঁড়ি ফেলে যানবাহনে ডাকাতি করছে। পুলিশের টহল দল সেখানে পৌঁছালে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি চালায় ও হাতবোমা ফাটায়।

“আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। গোলাগুলির মধ্যেই ডাকাত দলের ওই দুই সদস্য নিহত হয়।”

তিনি বলেন, এরপর পুলিশ ঘটনাস্থলে তল্লশি চালিয়ে লাশের পাশাপাশি আগ্নেয়াস্ত্র, হাঁসুয়া, বোমাসহ বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার করে।

গোলাগুলির সময় তিনিসহ পুলিশের তিন সদস্য আহত হন বলেও তিনি বলেছেন।