তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর ঢাকা ও চট্টগামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2016, 05:05 PM
Updated : 28 Oct 2016, 05:05 PM

আখাউড়া রেলওয়ে থানার ওসি আবদুস সাত্তার জানান, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে আজমপুর স্টেশনের আউটারে সিলেট অভিমুখী বাল্লা লোকাল ট্রেনের ইঞ্জিন পড়ে গেলে ঢাকা ও চট্টগামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

“আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ চালানোর পর রাত পৌনে ১১টার দিকে বিকল্প পথে ট্রেন চলাচল আবার শুরু হয়।”

দুর্ঘটনাকবলিত ইঞ্জিনটি সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে তিনি জানান।