শার্শায় পাওয়া নবজাতক নতুন মায়ের কাছে

যশোরের শার্শায় কুড়িয়ে পাওয়া এক নবজাতক এক সপ্তাহ ধরে স্থানীয় একটি পরিবারে রয়েছে।

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2016, 11:47 AM
Updated : 28 Oct 2016, 11:47 AM

গত শুক্রবার (২১ অক্টোবর) শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের কলেজ রোডে শিশুটিকে পান স্থানীয় আহসান হাবিব। এরপর থেকে সে আহসান হাবিবের স্ত্রী মৌসুমি আক্তারের কাছে রয়েছে।

শিশুটির বাবা-মায়ের খোঁজ পাওয়া যায়নি বলে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল জানিয়েছেন।

ইলিয়াছ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২১ অক্টোবর বাগআচড়া বাজারের কলেজ রোডে সদ্যজাত শিশুটিকে কাঁদতে দেখে তুলে নেন আহসান হাবিব। পরে তাকে (চেয়ারম্যান) বিষয়টি জানান।

“এরপর শিশুটিকে বাগআঁচড়ার কেসরকারি হাসপাতাল ‘জোহরা মেডিকেল সেন্টারে’ চিকিৎসা দিয়ে আহসান হাবিবের তত্ত্বাবধানে রাখা হয়েছে। শিশুটির বাবা-মায়ের খোঁজ করা হচ্ছে।”

আহসান হাবিবের স্ত্রী মৌসুমি আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত শুক্রবার আমার স্বামী রাস্তায় পাওয়া শিশুটিকে আমার কোলে তুলে দেন। ফুটফুটে এই শিশুটিকে কোলে পেয়েই নাম রেখেছি সাদিয়া।”

তাকে শিশুর উপযোগী গুঁড়ো দুধ খাওয়ানো হচ্ছে বলে জানান মৌসুমি।

আহসান হাবিব বলেন, “প্রায় প্রতিদিনই বহু মানুষ এক নজর দেখে যাচ্ছেন শিশুটিকে। অনেকে নিতেও চাচ্ছেন, কিন্তু আমরা একে কারো কাছে দিতে চাইনে। আমাদের পাঁচ বছরের একটি মেয়ে আছে নাম সামিয়া, আর এর নাম রেখেছি সাদিয়া। সামিয়ার মতো সাদিয়া দুবোন মিলে আমাদের সংসারকে আলোকিত করুক এটাই আমাদের কামনা।”

জোহরা মেডিকেল সেন্টারের গাইনি চিকিৎসক ডা. নাজমুন নাহার রানী বলেন, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নবজাতকটি সম্পূর্ণ সুস্থ আছে।