গাজীপুরে ৪ ‘হুজি’ সদস্য গ্রেপ্তার

গাজীপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সন্দেহভাজন চার সদস্যকে বোমা ও জিহাদি বইসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2016, 09:22 AM
Updated : 28 Oct 2016, 09:22 AM

শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।

এরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের কাউলতিয়া মধ্যপাড়ার খাইরুল ইসলাম (২৬), টাঙ্গাইল সদরের আমিনুল হক (৪৯), শহীদ উল্লাহ (৪৩) ও ময়মনসিংহের মুক্তাগাছার গোলাম কিবরিয়া খান (২৫)।

পুলিশ বলছে, গ্রেপ্তারদের মধ্যে খাইরুল ইসলাম ও গোলাম কিবরিয়া গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রাক্তন শিক্ষার্থী এবং শহীদ উল্লাহ আরাকান ফেরত জঙ্গি।

পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে এসপি হারুন বলেন, বৃহস্পতিবার রাতে জয়দেবপুরের নান্দুয়াইনে ‘সুফিয়া কটেজ’ নামে পরিত্যক্ত একতলা বাড়িতে পুলিশ অভিযান চালায়।

“সেখান থেকে দুইটি ছোরা, একটি চাপাতি, ১৪টি পেট্রোল বোমা, চারটি হাতবোমা, ইলেক্ট্রনিক ডিভাইস, ও বিভিন্ন জিহাদি বইসহ ওই চারজনকে আটক করা হয়।”

শহীদ উল্লাহ জিহাদের মাধ্যমে শহীদ হওয়ার জন্য আরাকান গিয়েছিলেন এবং আমিনুল শিক্ষার্থীদের জিহাদে উদ্বুদ্ধ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, বলেন এসপি হারুন।