কুড়িগ্রামে বিএসএফের রবার বুলেটে বাংলাদেশি আহত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএসএফের রবার বুলেটে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন বলে বিজিবি জানিয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2016, 09:17 AM
Updated : 28 Oct 2016, 09:46 AM

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার অনন্তপুর সীমান্তে এ ঘটনা ঘটে বলে বিজিবি অনন্তপুর বিওপির হাবিলদার আব্দুল লতিফ জানান।

আহত আমিনুল ইসলাম (৩৫) উপজেলার উত্তর অনন্তপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।

হাবিলদার লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ভারতীয় সীমান্ত গ্রাম খিতাবেরকুঠি থেকে একদল চোরাকারবারী অনন্তপুর সীমান্তের ২ নম্বর পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস‌্যরা রবার বুলেট ছোড়ে।

ওই সময় এপারে থাকা আমিনুলের কপালে রবার বুলেট লাগলে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে হাবিলদার লতিফ জানান।

কুড়িগ্রাম বিজিবির পরিচালক লেফটেন‌্যান্ট কর্নেল মো. জাকির হোসেন জানান, তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছেন।