রাবি ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটে (বিজনেস স্টাডিজ ও আইবিএ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2016, 07:01 AM
Updated : 28 Oct 2016, 07:02 AM

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ‌্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য অনুষদের ৫২০টি আসনের বিপরীতে ৮৯১ জনের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হয়েছে। সাক্ষাৎকার শেষে প্রার্থীদের ভর্তির জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) পাওয়া যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সেও তা টানিয়ে দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে নির্বাচিতদের ১২ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে গিয়ে সাবজেক্ট চয়েস ফরম পূরণ করতে হবে। এই ফরম পূরণ না করলে সাক্ষাৎকার দেওয়া যাবে না।

সাক্ষাৎকার শুরু হবে ১৫ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে। তার আগে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে অনুষদে উপস্থিতি হয়ে তালিকায় নাম যুক্ত করতে হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বছর ‘ডি’ ইউনিটে ৫২০ সিটের বিপরীতে ১৭ হাজার ৫২৮ জন আবেদন করেছিলেন।