টেকনাফে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া বস্তা থেকে প্রায় দেড় লাখ ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2016, 04:26 AM
Updated : 28 Oct 2016, 04:26 AM

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, বৃহস্পতিবার রাতে সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইলের খুরেরমুখ পয়েন্টে সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে ওই ইয়াবা পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গভীর রাতে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবির টহল দল অভিযান শুরু করে।

“বিজিবি সদস‌্যদের দেখে ৩/৪ জন পাচারকারী দৌঁড় দেয়। এ সময় বিজিবির সদস্যরা ধাওয়া করলে একটি বস্তা ফেলে তারা পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতরে পলিথিন মোড়া ১ লাখ ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়।”

আবুজার আল জাহিদ বলেন, উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ২০ লাখ টাকা। সেগুলো বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।