লিপু হত্যা: রাবির ১৭ হলে প্রদীপ প্রজ্বালন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপুর হত্যার বিচার দাবিতে ১৭টি আবাসিক হলে একযোগে প্রদীপ প্রজ্বালন করেছেন শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 04:41 PM
Updated : 26 Oct 2016, 04:41 PM

বুধবার সন্ধ্যা ৬টায় এ কর্মসূচি পালন করা হয়।

প্রদীপ প্রজ্বালন শেষে সব হলে এক মিনিট করে নীরবতা পালন করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

নবাব আব্দুল লতিফ হলের শিক্ষার্থী মেহেদী হাসান সুমন বলেন, “রাবিতে হত্যার সংস্কৃতি চালু হয়েছে। আজকে আমরা যে মোমবাতি প্রজ্বালন করছি, সেটা শুধু লিপু হত্যার বিচারের দাবিতে নয়। রাবিতে যে হত্যার সংস্কৃতি চালু হয়েছে তার বিরুদ্ধে।”

শের-ই-বাংলা হলের শিক্ষার্থী নাজমুল হাসান রানা বলেন, “আমরা অহিংস উপায়ে লিপু হত্যার বিচারের দাবি জানাচ্ছি। প্রশাসন এর মধ্যে যথাযথ ব্যবস্থা না নিলে আমরা জোড়ালো আন্দোলনে যাব।”

২০ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে নবাব আব্দুল লতিফ হল এলাকায় লিপুর লাশ পাওয়া যায়। ওইদিন লিপুর চাচা মো. বশীর বাদী হয়ে নগরীর মতিহার থানায় হত্যা মামলা করেন।

এ ঘটনায় বুধবার লিপুর রুমমেট মনিরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।