বেনাপোলে কাঁটাতারের বেড়ার পাশে লাশ

বেনাপোলের কাঁটাতারের পাশে ভারতীয় অংশে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 03:59 PM
Updated : 26 Oct 2016, 03:59 PM

বুধবার বিকালে মধ্যবয়সী ওই ব্যক্তির লাশটি পড়ে থাকতে দেখা যায় বলে বিজিবি জানায়।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের কড়া পাহারার মধ্যে লাশটি কীভাবে এখানে এল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার গিয়াস উদ্দিন বলেন, সীমান্তের শূন্য রেখার ১৮এ ৩ এস পিলারের পাশেই পেট্রাপোল বন্দরের নতুন টার্মিনাল প্রাচীরের পাশে ভারতের অংশে লাশটি পাওয়া যায়। স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে বিজিবির টহলদল সেখানে যায়।

এ ব্যাপারে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিচয়ও জানার চেষ্টা চলছে বলে তিনি জানান।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বলেন, সীমান্ত পিলারের পাশেই জিরো লাইনের পর ভারতীয় অংশে লাশটি রয়েছে। তাই এটি ওদেশের পেট্রাপোল ও বনগাঁ থানা পুলিশ উদ্ধার করতে পারে।

পেট্রাপোল বন্দর টার্মিনালে ব্যাপক নিরাপত্তা বেষ্টনি রয়েছে। ওই এলাকাটিতে তিন শতাধিক বিএসএফের কড়া নজরদারি থাকে। তাই এখানে কেউ এলে বিএসএফের চোখ এড়িয়ে যাওয়া সম্ভব নয় বলে স্থানীয়রা জানান।