স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: প্রধান আসামি লিটু গ্রেপ্তার

ঝিনাইদহে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় করা মামলার প্রধান আসামি লিটুকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2016, 02:49 AM
Updated : 26 Oct 2016, 03:15 AM

বুধবার ভোরে সদর উপজেলার নৃ সিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।

‘প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায়’ ঝিনাইদহ শহরের জমিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পূজাকে সোমবার সন্ধ্যায় ছুরিকাঘাত করে লিপু নামের এক বখাটে। এরপর থেকে পূজা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত পূজা

সোমবার গভীর রাতে লিটুকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেন ওই ছাত্রীর বাবা বিপুল কুমার মজুমদার। এরপর পুলিশ তার দুই ‘সহযোগী’ রুহুল আমিন ও রুপাকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আসামি লিটু নৃ-সিংহপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান করছে এমন সংবাদে সেখানে অভিযানে যায় পুলিশ।

“এ সময় লিটু পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ছুড়ে মারে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে লিটুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়।”

ঘটনাস্থল থেকে কয়েকটি ছুরি ও তিনটি হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আজবাহার।