রুয়েটে ভর্তি পরীক্ষা শুরু বুধবার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে বুধবার।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2016, 06:05 PM
Updated : 25 Oct 2016, 06:05 PM
পরীক্ষার দিন ক্যাম্পাসে সকল ধরনের সভা, সমাবেশ এবং ট্রেন্ড স্থাপন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোশাররাফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের ভর্তি পরীক্ষায় সর্বমোট আট হাজার ২০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ১৪টি বিভাগে ৮৭৫ ছাত্র-ছাত্রীকে ভর্তি করানো হবে।

বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা হবে। ‘খ’ গ্রুপে শুধু স্থাপত্যে ভর্তিচ্ছুদের মুক্তহস্ত অংকন পরীক্ষা একইদিন বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার্থীদের যে কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে না আসার নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।