সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে ডাকাতি

মৌলভাভীজারের কুলাউড়ায় সিলেটগামী একটি ট্রেনে ডাকাতি হয়েছে। তবে কোনো যাত্রী আহত হয়নি।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2016, 06:24 PM
Updated : 24 Oct 2016, 06:24 PM

সোমবার রাত সোয়া ১০টার দিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ও কূলাউড়ার মাঝামাঝি এলাকায় ‘কালনী এক্সপ্রেস’ ট্রেনে এ ঘটনা ঘটে।

কূলাউড়া রেল স্টেশনের মাস্টার হরিপদ সরকার জানান, ঢাকা থেকে কালনী এক্সপ্রেস সিলেট যাচ্ছিল। কূলাউড়া স্টেশনে ট্রেনটি থামার পর কয়েকজন যাত্রী নেমে তাকে ডাকাতির বিষয়টি জানান।

“তারা জানান-আগে থেকে যাত্রীবেশে ওঠা কয়েকজন লোক অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা ও মূল্যবান মালামাল নিয়ে গেছে।”

পরে কূলাউড়া স্টেশনে ট্রেনটি ঢোকার সময় তারা নেমে চলে যায়, বলেন হরিপদ।

হরিপদ জানান, কালনী এক্সপ্রেসে এক বগি থেকে আরেক বগিতে চলাচল করা গেলেও যে বগিতে ডাকাতি হয়েছে তা ছিল লোকাল একটি ট্রেনের একটি বগি, যা থেকে অন্য বগিতে যাওয়া যায় না।

৬০ আসনের ওই বগিতে ৫০ জনের মতো যাত্রী ছিল। রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি সিলেটের উদ্দেশে চলে গেছে বলে জানান তিনি।