বরিশালে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা

যৌতুক দাবির অভিযোগে বরিশালে এক ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2016, 03:26 PM
Updated : 24 Oct 2016, 03:26 PM

সোমবার বরিশালের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. শিহাবুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী গ্রামের বাসিন্দা কমল সুতার।

মামলায় স্ত্রী কবিতা সুতার, শ্যালক উজিরপুর উপজেলার মাহার গ্রামের বাসিন্দা রিপন হালদার, শ্বশুর পরিমল হালদার ও শাশুড়ি শিলা রানী হালদারকে আসামি করা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত হোসেন জানান, অভিযোগ আমলে নিয়ে আগৈলঝাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

মামলার নথি থেকে জানা যায়, চলতি বছরের ২৪ জানুয়ারি নোটারি পাবলিকের মাধ্যমে কমল ও কবিতার বিয়ে হয়। কিন্তু বিয়েটি মেনে নেয়নি বাদীর শ্বশুরবাড়ির লোকজন।

বিয়ের পর থেকেই কমলের স্ত্রী কবিতা তার বাবার বাড়িতেই অবস্থান করছেন।

অভিযোগে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর স্ত্রীকে নিতে শ্বশুরবাড়ি গেলে তাকে হুমকি ধামকি দেন আসামি স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শ্যালক।

এ সময় কমলের কাছে তারা দুই লাখ টাকা যৌতুকও দাবি করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ১০ অক্টোবর বিষয়টি মীমাংসায় দুই পরিবারের মধ্যে বৈঠক হলেও যৌতুকের দাবিতে অটল থাকে স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজন।