রাবির ভর্তি পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর মৃত্যু সাল ভুল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু সাল ভুল উল্লেখ করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2016, 02:51 PM
Updated : 24 Oct 2016, 02:51 PM

সোমবার অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের (আইন অনুষদ) জোড় রোল নম্বরধারীদের ভর্তি পরীক্ষার প্রশ্নে এ ভুল পাওয়া যায়।

প্রশ্নপত্রে দেখা যায়, ‘বি’ ইউনিটের ৪ নম্বর সেটের ৪১ নম্বর প্রশ্নে বঙ্গবন্ধুর মৃত্যুর তারিখ ঠিক থাকলেও ১৯৭৫ এর পরিবর্তে ২০১৬ সাল উল্লেখ করা হয়েছে।

বিষয়টি অনিচ্ছাকৃত ভুল উল্লেখ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখপ্রকাশ করেছেন ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক আ ন ম ওয়াহিদ।

এদিকে বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই ক্ষুব্ধ হয়েছেন।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, “যে শিক্ষকরা এমন ভুল করেছেন, তাদের কাছ থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। বিষয়টা ভাবতেই লজ্জা লাগছে।”

“আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেইসঙ্গে একাত্তরের ইতিহাস বিকৃতকারীদের জন্য যে নতুন আইন জারি হয়েছে, সেই আইন অনুযায়ী  দোষীদের শাস্তি দাবি করছি।”