ঝালকাঠিতে গৃহবধূ হত্যায় ৫ জনের যাবজ্জীবন

ঝালকাঠিতে ১৪ বছর আগে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2016, 09:20 AM
Updated : 24 Oct 2016, 09:20 AM

সোমবার ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ বজলুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

রায়ে আসামিদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এম আলম খান কামাল জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন রাজাপুর উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের আমজেদ আলী খানের ছেলে আবুল বাশার ওরফে বাদশা খান, সৈজদ্দিন হাওলাদারের ছেলে আলম হাওলাদার ওরফে আলম, রোলা গ্রামের আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার ওরফে বাবুল, রহম আলীর ছেলে কবির হোসেন ওরফে কবির এবং করম আলী ফকিরের ছেলে আব্দুল মান্নান ওরফে কালা মান্নান।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমির বিরোধের জেরে ২০০২ সালের ১৬ জানুয়ারি রাজাপুর উপজেলার নারকেলবাড়িয়া গ্রামের আব্দুল ছাত্তার খানের স্ত্রী আম্বিয়া খাতুনকে (৬০) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন আম্বিয়ার ছেলের বৌ হালিমা বেগম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে রাজাপুর থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত শেষে সিআইডির পরিদর্শক নির্মল চন্দ্র বিশ্বাস ২০০৪ সালের ২ নভেম্বর পাঁচজনে বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন জানান তিনি।