সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ ৬ দিন

সাতক্ষীরা সদরের বাসিন্দা এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2016, 02:12 PM
Updated : 22 Oct 2016, 02:30 PM

মাকছুদুর রহমান তোতা (২৪) নামের ওই যুবক সাতক্ষীরা সদর উপজেলার গড়েরকান্দা গ্রামের জুম্মান আলী সরদার ও সাজিদা বেগমের ছেলে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাজিদা বেগম ছেলের সন্ধান চেয়ে প্রশাসনের উদ্যোগ নেওয়ার আবেদন করেছেন।

লিখিত বক্তব্যে সাজিদা বেগম বলেন, তার সাত মেয়ে ও তিন ছেলের মধ্যে সবার ছোট মাকছুদুর রহমান তোতা সাতক্ষীরা সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক (সম্মান) পাশ করেছেন।

তিনি বলেন, গত ১৬ অক্টোবর বাড়ি থেকে এশার নামাজ পড়তে গিয়ে আর ফেরেননি তোতা। এরপর তার মোবাইল ফোনে বারবার কল করা হলেও রিসিভ করেননি। পরদিন থেকে ওই ফোন বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।

কোনো সংগঠনের সঙ্গে ছেলের যোগাযোগ নেই বলে দাবি করেন সাজিদা।

ছেলের সন্ধান পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন তোতার বাবা মো. জুম্মান আলী সরদার, বড়ভাই ওহিদুল ইসলাম, মেঝ ভাই ইদোল ইসলাম, সেঝ বোন আছমা খাতুন ও ভগ্নিপতি ফারুখ হোসেন।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ মোল্যা বলেন, তিনি বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা গ্রহণ করা হয়েছে।

আইনশৃংখলা বাহিনীর হেফাজতে তোতা নামের কেউ আছে বলে তিনি শোনেননি বলে জানান।