জুরাইনে গ্যাসপাইপে ছিদ্র থেকে আগুনে দগ্ধ ৫

ঢাকার জুরাইনে একটি বাসায় পাইপ ছিদ্র হয়ে গ্যাস বেরিয়ে আগুন লেগে এক পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকদোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2016, 01:00 PM
Updated : 23 Oct 2016, 09:12 AM

শনিবার সকালে জুরাইনের মোজাফফর মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডে ভাড়াটিয়া পরিবারের চারজন দগ্ধ হন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান।

দগ্ধরা হলেন- আবুল কালাম আজাদ (৪০), তার স্ত্রী জেসমিন বেগম (৩৫), ছেলে মো. রনি (১৩), ভাতিজী পারভিন (২০) ও প্রতিবেশী সোহানা (৪)।

তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, আজাদের শরীরের ৬০ শতাংশ, রনির ৪০ শতাংশ, জেসমিনের ৩৯ শতাংশ, পারভিনের ৩৮ শতাংশ এবং সোহানার শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

গত ১ অক্টোবর জুরাইনের বৌবাজার মদিনা মসজিদের পাশে মোজাফ্ফরের বাড়িতে ওঠেন আজাদের পরিবারের সদস‌্যরা।

বাচ্চু মিয়া বলেন, ওই বাসার শোবার ঘরে দেয়াল ফাটা থাকায় সেখানে গ্যাসের লাইন থেকে গ্যাস বের হত। বাড়িওয়ালা তা মেরামতও করে দিয়েছিলেন বলে আজাদ জানিয়েছেন।

“শনিবার সকালে আজাদ বাসায় সিগারেট জ্বালানোর চেষ্টা করলে বিকট শব্দের পর ঘরে আগুন ধরে যায়। পরে প্রতিবেশীরা তাদের হাসপাতালে নিয়ে আসে।”