রাঙামাটিতে পুড়ল ৩০০ দোকান-ঘর

রাঙামাটির বাঘাইছড়ি উপজোলায় একটি বাজারে আগুন ধরে ৩০০ দোকান ও বসতঘর পুড়ে গেছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2016, 12:00 PM
Updated : 20 Oct 2016, 12:02 PM

প্রতীকী ছবি

বৃহস্পতিবার উপজেলার দূরছড়ি বাজারে এ অগ্নিকাণ্ডে এক নারীসহ দুইজন আহতও হয়েছেন বলে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল্লাহ জানান।

আহতদের বাঘাইছড়ি উপজোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বেলা ১২টার দিকে বাজারের একটি লেপ তোষকের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়লে আশপাশের ২১৯ টি দোকান ও ৮১টি বসতঘর পুড়ে যায়।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, বিজিবির সদস্যরা স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায়   আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

লংগদু উপজেলার মাইনী সেনা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল আলিম বলেন, আগুনে প্রায় ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।