নিখোঁজের ৪ দিন পর জলাশয়ে যুবকের লাশ

নওগাঁয় নিখোঁজের চার দিন পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, যাকে ‘ব্যক্তিগত বিরোধে’ হত্যা করা হয়েছে বলে দাবি পুলিশের।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2016, 12:42 PM
Updated : 19 Oct 2016, 01:19 PM

বুধবার সকালে সদর উপজেলার দুর্গাপুরে একটি জলাশয়ে স্বপন হোসেনের (২১) লাশ পাওয়া যায় বলে নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামসুল আলম জানান।

স্বপন ওই উপজেলার শালুকা গ্রামের আবুল হোসেনে ছেলে। তিনি একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত ছিলেন।

এ ঘটনায় আব্দুল্লা আল নোমান ওরফে চান নামের এক ব্যক্তিকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

স্বপনকে হত্যার কথা স্বীকার নোমান করেছেন বলে জানান পরিদর্শক শামসুল আলম।

শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাক্তিগত টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে চান ও স্বপনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে গত শনিবার (১৫ অক্টোবর) স্বপনের বাড়িতে দুই জনের মধ্যে কথা কাটাকাটি  হয়। পরে বিকালে শহরের ইঁদুরবটতলী মহল্লায় চানের ভাড়া বাসায় দুই জনের মধ্যে আবার হাতাহাতির ঘটনাও ঘটে।

“এক পর্যায় চান ক্ষিপ্ত হয়ে স্বপনকে মারধর করে গলা চেপে ধরে তাকে হত্যা করেন। পরে লাশ গুম করার জন্য ওইদিন রাতেই জলাশয়ের কুচুরীপানায় ফেলে দেন।”

তিনি বলেন, এদিকে ১৫ অক্টোবর বিকালে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর স্বপন আর বাড়ি ফিরে আসেনি জানিয়ে তার স্বজনরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

“পুলিশ অনুসন্ধান চালিয়ে চানকে আটক করে। পরে চান মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী স্বপনের লাশ উদ্ধার করা হয়।”

এ ঘটনায় নিহতের বড় ভাই সুমন হোসেন বাদী হয়ে চানের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।