হবিগঞ্জে স্কুলছাত্রদের সঙ্গে সংঘর্ষে পুলিশ

হবিগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ ‘প্রায় শত রাউন্ড’ রবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে; এ ঘটনায় কমপক্ষে ২২ জন আহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2016, 09:35 AM
Updated : 19 Oct 2016, 03:14 PM

বুধবার দুপুরে বাহুবল দীননাথ মডেল স্কুলের শিক্ষার্থীরা স্কুল জাতীয়করণের দাবিতে আন্দোলনে নামার পর একপর্যায়ে এ সংঘর্ষ হয়।

বাহুবল থানার ওসি মনিরুজ্জামান বলেন, “আন্দোলন শেষে ছাত্ররা থানা মোড় দিয়ে যাওয়ার পথে হঠাৎ থানায় হামলা চালিয়ে পুরো থানা ভাংচুর করেছে। এ সময় পুলিশসহ কয়েকজন আহত হয়।”

পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থলে এসে সাংবাদিকদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ প্রায় শত রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

ঘটনার পর এসআই দেলোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে বলে তিনি জানান।

সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল কুদ্দুস বলেন, ঘটনার পর ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

“গুরুতর আহত পথচারী আবদুল মতিনকে (৫৫) সিলেট পাঠানো হয়েছে। এছাড়া তিনজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পাশাপাশি আরও তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।”