কুড়িগ্রামে ৪ বাংলাদেশিকে বিএসএফের গুলি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে চার বাংলাদেশি তরুণ আহত হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2016, 08:35 AM
Updated : 18 Oct 2016, 09:57 AM

রৌমারী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ-আলম বলেন, সোমবার রাতে নওদাপাড়া সীমান্তে বিএসএফ গুলি ছুড়লে চার বাংলাদেশি আহত হন।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, নওদাপাড়া গ্রামের ১২-১৩ জন তরুণ সোমবার রাত সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ১০৬৩ ও ১০৬৪-এর মাঝামাঝি নো-ম্যান্স ল্যান্ডে যায় ভারতীয়দের পাচার করে দেওয়া গরু আনতে।

“এ সময় ভারতের কুচনিমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ করে বাংলাদেশের অভ্যন্তরে চার-পাঁচ রাউন্ড গুলি করে এবং দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে চারজন আহত হন।”

আহত সবার বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে বলে তিনি জানান।

গরু পাচার আইনসম্মত না হওয়ায় আহতরা কেউ তাদের নাম-পরিচয় প্রকাশ করতে চান না।

আহত এক তরুণের বাবা নাম না প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ছেলে বিএসএফের গুলিতে আহত হয়ে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আর কিছু জানাতে চাননি।

রৌমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম সালু বলেন, কাঁটাতারের ওপর দিয়ে বিশেষ ধরনের মই বানিয়ে গরুকে বেঁধে ভারতীয় পাচারকারীরা বাংলাদেশে পাঠিয়ে দেয়। এরপর বাংলাদেশিরা গরু নিয়ে আসে।

“পরে কাস্টমসকে গরুপ্রতি ৫০০ টাকা ফি দিয়ে বৈধ করে নেয়। বিষয়গুলো সব মহল জানলেও গোলাগুলি হয়। এটা দুঃখজনক।”

বিজিবির বাংলাবাজার বিওপি কমান্ডার নায়েক সুবেদার আবু শহীদ বলেন, ঘটনা জানার পর থেকে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে।

রৌমারী সদর বিজিবি কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম বলেন, “গোলাগুলির অভিযোগ শুনেছি। খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”