তিন জেলায় ট্রাকচাপায় নিহত ৩

গাজীপুর, ফেনী ও চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2016, 01:11 PM
Updated : 16 Oct 2016, 01:12 PM

রোববার গাজীপুরের কোনাবাড়ি আমবাগ, চাঁপাইনবাগঞ্জ সদর উপজেলায় ও ফেনীর পাঁচগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:

গাজীপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকায় রোববার বিকেলে ঝুট বোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ওই ব্যবসায়ী নিহত হন।

নিহত নাসির উদ্দিন ঢালী (২৭) আমবাগ কলাবাধা এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি সিমেন্টের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী সালমান আহমেদ বলেন, কোনাবাড়ি থেকে ঝুট বোঝাই ট্রাকটি আমবাগের দিকে যাচ্ছিল। পথে পেছন থেকে নাসির উদ্দিনের মোটরসাইকেল চাপা দেয়। এতে তিনি ছিটকে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা এলাকায় ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছেন।

নিহত সাকিনা খাতুন (৪০) উপজেলার গোবরাতলা ইউনিয়নের মুনসেফপুর গ্রামের আব্দুর রউফের স্ত্রী ।

সদর থানার এসআই রাশিদুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে গোবরাতলা বাজারের কাছে রহনপুরগামী একটি ট্রাক নসিমনকে চাপা দিলে সাকিনা খাতুন ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় ট্রাক চালকের সহকারী কাজেম আলীকে (২৫) আটক করেছে পুলিশ।

ফেনীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত

ফেনীরতে পাঁচগাছিয়া এলাকায় ফেনী-নোয়াখালী সড়কে ট্রাকচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী নিজাম উদ্দিন (৩৩)।

তিনি দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের বৈঠারপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে। তিনি সৌদি আরব থেকে সম্প্রতি ছুটিতে বাড়ি এসেছেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, রোববার দুপুরে মোটরসাইকেলে করে বাড়ি থেকে ফেনী যাচ্ছিলেন নিজাম উদ্দিন। পাঁচগাছিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।