হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে ‘ডাকাত’ গুলিবিদ্ধ

হবিগঞ্জে পুলশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে ডাকাত বলছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2016, 08:47 AM
Updated : 15 Oct 2016, 08:47 AM

শনিবার ভোরে সদর উপজেলার চরহামুয়া গ্রামে এ সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াসিনুল হক জানান।

গুলিবিদ্ধ শাহজাহান চরহামুয়া গ্রামের আলী আহমদের ছেলে। তার বিরুদ্ধে কয়েকটি থানায় চারটি ডাকাতি, একটি অস্ত্র ও একটি দ্রুত বিচার আইনে মামলা রয়েছে বলে জানান তিনি। 

ওসি বলেন, আহত এসআই জাহিদ হাসান, এসআই আব্দুর রহিম, কনস্টেবল রুবেল মিয়া ও কনস্টেবন শাহনেওয়াজকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত ধরতে চরহামুয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাতরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করলে পুলিশের চার সদস্য আহত হন।

“পরে পুলিশের পাল্টা গুলিতে শাহজাহান আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ তাকে ধরতে পারলেও ডাকাত দলের বাকিরা পালিয়ে যায়।”

শাহজাহানের কাছ থেকে থেকে দেশি অস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।